Header Ads

Header ADS
কিছু কোর্স আছে যেটা সম্পন্ন করে নিশ্চিন্তে চাকরি পেতে পারেন। এর মধ্যে অন্যতম হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনিং। কেননা এখন কম্পিউটারের যুগ। প্রতিটা অফিস আদালত এমন কি গ্রাহক সেবার প্রতিটা পর্যায়েই কম্পিউটার এবং ডিজাইনিং একটি জরুরি অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে মেধাবীসহ সাধরণ শিার্থীর কাছে এসব কোর্সের গুরুত্ব বেড়েই চলেছে ।কারন চাকরির বাজারে চাহিদার তালিকায় এসেছে গ্রাফিক্স ডিজাইনিং। এই পেশায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। চাহিদার তুলনায় দেশে কম্পিউটার বিষয়ে শিক্ষার্থীদের অপ্রতুলতার কারণে শিক্ষার্থী শিক্ষা জীবন সমাপ্ত করার পূর্বেই বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক চাকরিতে প্রবেশের আমন্ত্রণ পায়। ফলে পছন্দমত বেতন এবং সুযোগ-সুবিধা দিতে সম প্রতিষ্ঠানকে নিজেই মনোনিত করে। সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও প্রায় প্রতিটা শিল্প প্রতিষ্ঠানে চাহিদার তুলনায় দ গ্রাফিক্স ডিজাইন শিক্ষাথীর অপ্রতুলতার কারণে শিক্ষারত অবস্থায়ই চাকরিতে নিয়োগের সুযোগ আসে যেটা শিক্ষিত জনগোষ্ঠির জন্যে একটি বিরাট ইতিবাচক অধ্যায়।এছাড়া সরকারি-বেসরকারি দুটি ক্ষেত্রেই এই পেশার রয়েছে প্রচুর চাহিদা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগের পাশাপশ বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশী-বিদেশি ডিজাইনিং, শিল্প কারখানা, বিজ্ঞাপনি প্রতিষ্ঠান মিল, ব্যাংক, ফ্যাশন হাউস, রিয়েল এস্টেট, গার্মেন্টস শিল্প, টেক্সটাইল প্রভৃতি ইন্ডাস্ট্রিতে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করে যেতে হয় তাদের। মূলত গ্রাফিক্স ডিজাইনিং ছোট-বড় সব ধরনের প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন কার্যক্রমের অন্যতম প্রক্রিয়া হিসেবে বিবেচিত করা হয়। কারণ উৎপাদন শুরুর আগে পণ্যের এবং প্রতিষ্ঠানের পরিকল্পনা পর্বে ডিজাইন করে এর পর মুল উদ্যোগ নেওয়া হয়। আর বেশির ভাগ ক্ষেত্রেই পর্যাপ্ত গ্রাফিক্স ডিজাইনার না পেয়ে সস্তা ধরনের প্রফেশনাল ফার্ম থেকে ঘোরাঘুরি ও সময় নষ্ট করে কাজ করে আনতে হয়। তাছাড়া আমাদের অন্য কাজের জন্য ও গ্রাফিক্স এর কাজ জানা প্রয়োজন … এবং অনেক সময় টুকটাক গ্রাফিক্সের কাজ করতে গিয়ে আটকে পরি। কিভাবে কি করব



ঠিকমত বুঝে উঠতে পারি না। শুধু আমি না আমার মত অনেকেরই এ সমস্যা হয়, বিশেষ

করে যারা কোনরকম কোর্স বা প্রশিক্ষণ না নিয়ে নিজ উদ্যোগে গ্রাফিক্স

ডিজাইন শিখতে আগ্রহী তাদের।

তাই তদের কথা চিন্তা করে গ্রাফিক্স ডিজাইনিং শিখার কমপ্লিট সমাধান নিয়ে আসলাম …

এর ফলে আপনাকে আর মোটা অঙ্কের টাকা খরচ করে ও সময় নষ্ট করে বিভিন্ন ট্রেনিং সেন্টারে দৌড়াদোডি করতে হবে না ………

তাই আর দেরি না করে গ্রাফিক্স ডিজাইনিং এর বিভিন্ন বিষয়ের উপর লেখা নিচের বাংলা বই ও চিট শিট গুল কিছু মেগাবাইট খরচ করে নামিয়ে ফেলুন …।

আর দেখুন কি কাজের বই দিলাম.।

এবং মনযোগ সহকারে বইগুলো পড়ুন তাহলে আশা করি খুব গ্রাফিক্স ডিজাইনিং এর বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে দক্ষ হয়ে উঠতে পারবেন ।মোট কথা

বাসায় বসে বসে আপনি গ্রাফিক্স ডিজাইনিং শিখতে

পারবেন…আপনাকে আর টাকা খরচ করে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে যেতে হবে না …কারন

এই বইগুলতে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে গ্রাফিক্স ডিজাইনিং বিভিন্ন প্রোগ্রামের প্রতিটি

বিষয় ছবি সহকারে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ……

তাছাড়া এই বই

গুলো ইউনিকোড ফরম্যাটে করা যা mobile ও computer এ খুব সুন্দর ও সহজ ভাবে

পড়তে পারবেন………। তাহলে আর দেরি না করে আজই ফ্রী ডাউনলোড করে পড়া

শুরু করে দেন ।



ভাই যাদের জানার আগ্রহ আছে তারাই শুধু এই বই গুলো ডাউনলোড করুন …



তাছাড়া ই-বুক কখনো অকাজে যায় না …কোন না কোন সময় কাজে লাগে …



তাই সংগ্রহে রেখে দিন কখন কার কাজে লেগে যাবে বলা তো যায় না …



ভাই কত আজাইরা ফাইলই তো প্রতিদিন ডাউনলোড করছেন … কয়টা কাজে লাগে চিন্তা করুন তো …



কিন্তু ই-বুক আপনার সারা জীবন কাজে লাগবে ………



✩✫✬✭★✩✫✬✭★✩✫✬✭★✩✫✬✭★

এখানে শুধু মিডিয়াফায়ার ডাউনলোড লিংক দেওয়া আছে ……।এই বই গুলর ড্রপবক্স ডাউনলোড লিংক ও অনলাইনে লাইভ বা সরাসরি অনলাইনে ই-বুক পড়তে চাইলে নিচের লিংকে ক্লিক করুন …………

Click This Link

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.