অাপনাদের পতি দিষ্টাআকরস করছি
এই যে আমরা বিয়ানীবাজার উপজেলাধীন শেওলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তেরাদল গ্রামের ভেতর দিয়ে অতিবাহিত গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা,ডাইক কাকরদিয়া তেরাদল বাজার হইতে উত্তর দিকে অবস্থিত তেরাদল , আলীপুর এবং নেরাউদি যাওয়ার রাস্তা,ডাইক জনাব উপানন্দ দাস এর বাড়ির সামন হইতে খালের পার পর্যন্ত ৩০০ ফুট রাস্তা,ডাইকে মারাত্মক ভাঙ্গন শুরু হয়েছে।
যাহার ফলে দিন দিন রাস্তাটি চলাচলে অনুপযােগি হয়ে যাচ্ছে,উক্ত রাস্তা ও ডাইক দিয়ে উপরােল্লেখিত ০৩ টি গ্রামের জনসাধারণ ও কোমলমতি স্কুলের ছাত্র - ছাত্রীরা উক্ত রাস্তা দিয়ে চলাচল করে থাকেন, কুশিয়ারা নদীর ভাঙ্গনের ফলে রাস্তা ও ডাইকটি নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয়ভাবে গ্রামের লােকজন অনেক সময় চাঁদা কালেকশন করে রাস্তা,ডাইক উন্নয়ন করে থাকলেও তা কোন কাজে আসছে না।
বিয়ানীবাজার স্হানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি আমলে নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য।
যাহার ফলে দিন দিন রাস্তাটি চলাচলে অনুপযােগি হয়ে যাচ্ছে,উক্ত রাস্তা ও ডাইক দিয়ে উপরােল্লেখিত ০৩ টি গ্রামের জনসাধারণ ও কোমলমতি স্কুলের ছাত্র - ছাত্রীরা উক্ত রাস্তা দিয়ে চলাচল করে থাকেন, কুশিয়ারা নদীর ভাঙ্গনের ফলে রাস্তা ও ডাইকটি নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয়ভাবে গ্রামের লােকজন অনেক সময় চাঁদা কালেকশন করে রাস্তা,ডাইক উন্নয়ন করে থাকলেও তা কোন কাজে আসছে না।
বিয়ানীবাজার স্হানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি আমলে নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য।
কোন মন্তব্য নেই