জীবন কাহিনি
না বলা অনেক কিছু
বলেও বলা যায় না,
বাস্তবতা বুঝতে বুঝতে
মনের উঠোন টাও ঝাড় দেয়া হয় না,
জোরে এক হাচ্চুতে সব উড়ে যাবে,
ক্লান্ত মন সেটা বুঝে না...
আর এভাবেই সব এক সময় ফুরিয়ে যায়,
নিঃস্ব হয় মন, অসাঢ় হয় সব চাওয়া,
ক্লান্তি ভর করে সব স্বাদ-সাধ-আল্লাদে...
তবু, সব কিছু ভুলে নিজেকে ব্যস্ত রাখার মিথ্যে অভিনয়েই আমরা আমাদের জীবনের যবনিকাপাত ঘটাই... 😦
জীবনের অভিনয়, অভিনয়ের জীবন.......
২৯-০৮-২০১৮
ব্যাঙ বলল, ‘উৎসাহে। এই যে যখন ওঠার চেষ্টা করছিলাম, তখন চারপাশ থেকে সকলেই এতো চেঁচিয়ে, হাত নেড়ে, এতো উৎসাহ দিচ্ছিল!’ বানর বলল, ‘আরে! উৎসাহ দিচ্ছিল না কেউ! সকলেই তোমাকে টিটকারি করছিল। বলছিল, ওইটুক এক পুঁচকে ব্যাঙ, কী শখের বলিহারি! হাটতে গেলে আছাড় খায়, সে কিনা গাছ বায়!
ব্যাঙ মৃদু কন্ঠে বলল, ‘ও, আমিতো কানে ঠিকমত শুনি না। আমি ভেবেছিলাম, ওরা বুঝি আমায় উৎসাহ দিচ্ছে’।
অদ্ভুত না? আসলে, উৎসাহটা খুব দরকার।
বলেও বলা যায় না,
বাস্তবতা বুঝতে বুঝতে
মনের উঠোন টাও ঝাড় দেয়া হয় না,
অনেককাল ধরে জমে থাকা ধূলো তে
এলার্জি হবে নাকিজোরে এক হাচ্চুতে সব উড়ে যাবে,
ক্লান্ত মন সেটা বুঝে না...
আর এভাবেই সব এক সময় ফুরিয়ে যায়,
নিঃস্ব হয় মন, অসাঢ় হয় সব চাওয়া,
ক্লান্তি ভর করে সব স্বাদ-সাধ-আল্লাদে...
তবু, সব কিছু ভুলে নিজেকে ব্যস্ত রাখার মিথ্যে অভিনয়েই আমরা আমাদের জীবনের যবনিকাপাত ঘটাই... 😦
জীবনের অভিনয়, অভিনয়ের জীবন.......
২৯-০৮-২০১৮
এক ব্যাঙ গাছে ওঠার জন্য লাফাচ্ছিল। চারপাশের হাজারো ব্যাঙ, অন্যান্য প্রাণী সজোরে চিৎকার করছিল। দীর্ঘ চেষ্টার পর, ব্যাঙ গাছে উঠতে পারল। গাছের শাখায় থাকা বানর তার কাছে এসে চেঁচিয়ে বলল, ‘কী ব্যাপার? কীভাবে এতো উঁচুতে উঠে এলে?’
ব্যাঙ বলল, ‘উৎসাহে। এই যে যখন ওঠার চেষ্টা করছিলাম, তখন চারপাশ থেকে সকলেই এতো চেঁচিয়ে, হাত নেড়ে, এতো উৎসাহ দিচ্ছিল!’ বানর বলল, ‘আরে! উৎসাহ দিচ্ছিল না কেউ! সকলেই তোমাকে টিটকারি করছিল। বলছিল, ওইটুক এক পুঁচকে ব্যাঙ, কী শখের বলিহারি! হাটতে গেলে আছাড় খায়, সে কিনা গাছ বায়!
ব্যাঙ মৃদু কন্ঠে বলল, ‘ও, আমিতো কানে ঠিকমত শুনি না। আমি ভেবেছিলাম, ওরা বুঝি আমায় উৎসাহ দিচ্ছে’।
অদ্ভুত না? আসলে, উৎসাহটা খুব দরকার।
কোন মন্তব্য নেই