Header Ads

Header ADS

একাধিক অফার থাকছে গ্রাহকদের জন্য৷ যেখানে মাত্র ৪৮ টাকায় পাবেন ৪০০ MB ডেটা৷

প্রতিযোগী টেলিকম সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে এয়ারটেল নিয়ে এল একগুচ্ছ অফার৷ নির্দিষ্ট সময়ের জন্য থাকছে অফারগুলি৷ তবে, এবার প্রিপেড প্ল্যান নয়, অফার থাকছে ডেটা কার্ড ইউজারদের জন্য৷ প্যাকগুলি সর্ম্পকে বিশদে জানতে চোখ রাখুন এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে৷ প্রতিযোগিতার বাজার ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রের রুপ নিয়েছে৷ এর জন্য অবশ্যই দায়ী রিলায়েন্স জিও।

একাধিক অফার থাকছে গ্রাহকদের জন্য৷ যেখানে মাত্র ৪৮ টাকায় পাবেন ৪০০ MB ডেটা৷ প্যাকটির বৈধতা থাকছে ১০ দিন৷ ৯৮ টাকার রিচার্জে থাকবে ১ GB ডেটা ২৮ দিনের জন্য৷ আবারও, ২৮ দিনে পাবেন ২ GB ডেটা৷ দাম থাকছে ১৭৫ টাকা৷ ২৪৮ টাকায় এয়ারটেল দিচ্ছে ৩ GB ডেটা, ২৮ দিনের জন্য৷ ৫ GB ডেটার দাম থাকছে ৩৯৮ টাকা৷ প্ল্যানটি বৈধ থাকছে ২৮ দিনের জন্য৷

গত সপ্তাহে প্রতিদ্বন্দী সংস্থা ভোডাফোন একটি অফার ঘোষণা করেছিল৷ যেখানে ইউজাররা Asus ZenFone Max Pro (M1) স্মার্টফোনটি কিনলে পাবেন এক বছরের জন্য ১২০ GB ডেটা বিনামূল্যে৷ ১৯৯ টাকার বা বেশি রিচার্জে গ্রাহক অফারটি পাবেন বলেও জানায় সংস্থা৷ ভোডাফোনের পোস্টপেড কাস্টমার যাঁরা ৩৯৯ বা তার বেশির রিচার্জ করবেন তাঁরা অফারটির লাভ ওঠাতে পারবেন ফোনটি কিনলে৷ অন্যদিকে, রিলায়েন্স জিও নতুন ব্রজব্যাণ্ড প্ল্যানটি নিয়ে তৈরী আরও একবার প্রতিযোগীতার বাজারকে একধাপ এগোনোর জন্য৷

©Kolkata24x7 এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘নকল’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ----


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.